Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলার আশঙ্কায় পাকিস্তানের কাশ্মীরে সব মাদ্রাসা বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১০:২৭ পিএম

হামলার আশঙ্কায় পাকিস্তানের কাশ্মীরে সব মাদ্রাসা বন্ধ

ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। তারা বলছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না পড়ে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কর্তৃপক্ষ জানিয়েছ, অঞ্চলটির সব ধর্মীয় মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত থেকে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত শিগগির সামরিক পদক্ষেপ নিতে পারে। 

রয়টার্সকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমাদ জানান, নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, ভারতীয় বাহিনী মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র হিসেবে চিহ্নিত করে টার্গেট করতে পারে।

রয়টার্সের প্রাপ্ত একটি নোটিশে দেখা যায়, ৩০ এপ্রিলে জারি করা ওই নির্দেশনায় শুধু তাপপ্রবাহের কারণেই মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার একটি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিরীহ শিশুদের ঝুঁকিতে ফেলা যাবে না। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্টের কার্যালয়ও জানিয়েছে, ‘সতর্কতামূলক কারণেই’ মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অতীতে ভারত কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন