কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়

কানাডার সম্প্রচার সংস্থা সিবিসি এবং সিটিভি ঘোষণা করেছে যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি সোমবারের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। তবে তিনি সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু সরকার গঠন করবেন, তা এখনো স্পষ্ট নয়।
এই পূর্বাভাস এসেছে কানাডাজুড়ে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে প্রভাবিত হয়েছে।
কার্নি বিরোধী কনজারভেটিভ পার্টির পিয়ের পয়লিয়েভ্রের বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
নির্বাচনের আগে সিবিসির জরিপ ট্র্যাকার অনুযায়ী দেখা যায়, লিবারেলরা প্রায় ৪৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিল, যেখানে কনজারভেটিভদের সমর্থন ছিল ৩৯ শতাংশের একটু বেশি। নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) প্রায় ৯ শতাংশ এবং ব্লক কুইবেকোয়া ছিল ৬ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল।