Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গুলিবিনিময় হয়েছে। সর্বশেষ শনিবার রাতে এ ধরনের ঘটনা ঘটেছে।

এনডিটিভির দাবি, ভয়াবহ পেহেলগাম হামলার পর এলওসি'র পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রায় নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে ভারতীয় পক্ষের অভিযোগ। শনিবার রাতেও পাকিস্তানি বাহিনীর ‘ছোট অস্ত্র থেকে উসকানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যবর্তী সময়ে তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। আমাদের বাহিনী যথাযথভাবে পাল্টা জবাব দিয়েছে।"

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি, এবং পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে নিরবতা লক্ষ্য করা যাচ্ছে।

এই গোলাগুলি এমন সময় ঘটছে যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কও টানাপোড়েনে রয়েছে। ইতিমধ্যে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে— যার মধ্যে রয়েছে ভিসা বাতিল, কূটনীতিক প্রত্যাহার এবং ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দেওয়া।

সাম্প্রতিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন ও কূটনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন