Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর হামলার পর ভারতে ১৯ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০২:০২ পিএম

কাশ্মীর হামলার পর ভারতে ১৯ জন গ্রেপ্তার

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারতের তিন রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিধায়ক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক। অধিকাংশই সামাজিক যোগাযোগমাধ্যমে 'দেশবিরোধী' মন্তব্য বা পোস্টের কারণে গ্রেপ্তার হয়েছেন।

আসামে অন্তত ১৪ জন গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এছাড়া হাইলাকান্দি, শিলচর, মরিগাঁও ও কাছাড় থেকে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

ত্রিপুরায় অবসরপ্রাপ্ত তিন শিক্ষকসহ চারজনকে এবং মেঘালয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রয়োজনে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে এবং দেশবিরোধী পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ)। ভারত এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে এবং সার্ক ভিসা স্কিমের অধীনে পাকিস্তানিদের ভিসা প্রদান বন্ধ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও যোগাযোগ স্থগিত করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন