Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডার ভ্যাঙ্কুভারে গাড়ি হামলা, বহু হতাহতের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৬ পিএম

কানাডার ভ্যাঙ্কুভারে গাড়ি হামলা, বহু হতাহতের আশঙ্কা

কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বহু মানুষের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শহরের একটি সড়কে আয়োজিত এক উৎসব চলাকালে এক চালক ভিড়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। এতে বহু মানুষ আহত হয়েছেন, নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে একাধিক পুলিশ বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর ইউনিট উপস্থিত। রক্তাক্ত অবস্থায় অনেকে মাটিতে পড়ে আছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। ঠিক কতজন মারা গেছেন বা আহত হয়েছেন, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পর ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের কাছে উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দিয়ে একটি গাড়ি চালানো হয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও পুলিশ জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বার্ষিক 'লাপু লাপু' উৎসব চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উৎসবে অংশ নিতে আসা পথচারীরা গাড়ির আঘাতে গুরুতর আহত হন।

প্রসঙ্গত, ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে ঘটনাস্থলের আতঙ্ক ও বিশৃঙ্খলার দৃশ্য পরিষ্কারভাবে ফুটে উঠেছে—যেখানে জরুরি সেবাদানকারী বাহিনীগুলো উদ্ধার তৎপরতায় ব্যস্ত ছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন