Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বন্দরে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১৪, আহত ৭৫০

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৫ এএম

ইরানের বন্দরে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১৪, আহত ৭৫০

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। শনিবার শহরের বিস্তীর্ণ শহীদ রাজাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে; এখন পর্যন্ত প্রায় ৭৫০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বিবিসি ও তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দর মোমেনি জানান, বিস্ফোরণের পর মৃতের সংখ্যা ৫ জন থেকে বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ২১২ জনকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালের বহির্বিভাগ থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আহতদের হরমুজগান প্রদেশসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ইসকান্দর মোমেনি জানান, রাজধানী তেহরানসহ বিভিন্ন শহর থেকে প্রয়োজনীয় সকল উদ্ধার সরঞ্জাম বন্দর আব্বাসে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে সরাসরি তদারকি এবং দ্রুত তদন্তের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট। ইসকান্দর মোমেনিকে নেতৃত্বে রেখে বিশেষ একটি তদন্ত কমিটি গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

এর আগে ইরানের কাস্টমস প্রশাসন ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্দর আব্বাসের শহীদ রাজাই কাস্টমসের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন