Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪৫ জন নিহত

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার ভোর থেকে নতুন করে চালানো হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে চিকিৎসা সূত্র। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে মানবিক সংকটের কারণে, যেখানে খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের চরম সংকট চলছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান জানান, ইসরায়েল গাজায় "মানুষসৃষ্ট" এবং "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দুর্ভিক্ষ" চাপিয়ে দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় ত্রাণের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।

জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেন, ইসরায়েল গাজায় ৫০ দিনের বেশি সময় ধরে অবরোধ বজায় রেখেছে এবং কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছাড়াই দুর্ভিক্ষ অভিযান চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১,৪৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৭,৪১৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬১,৭০০ ছাড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশেরই জীবিত থাকার সম্ভাবনা নেই।

অন্যদিকে, হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অন্তত ১,১৩৯ জন ইসরায়েলি নিহত  এবং ২০০ জনের বেশি ব্যক্তি অপহৃত হয়। সূত্র: আল জাজিরা

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন