Logo
Logo
×

আন্তর্জাতিক

খান ইউনিসে ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ জন নিহত, গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৬১ হাজার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম

খান ইউনিসে ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ জন নিহত, গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৬১ হাজার

আজ সকালে গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে চিকিৎসাসূত্র।

আল জাজিরার গাজা প্রতিনিধি জানান, খান ইউনিসের দক্ষিণাঞ্চলে টেন্টে আশ্রয় নেওয়া একটি পরিবারের সবাই একটি আগের হামলায় নিহত হয়েছেন। এই হামলাগুলো অব্যাহতভাবে এবং “ইচ্ছাকৃতভাবে” বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা অবকাঠামোর ওপর চালানো হচ্ছে বলে তারা উল্লেখ করেছেন।

১২টি ত্রাণ সংস্থার একটি জোট বলেছে, গাজা পরিস্থিতি “আমাদের প্রজন্মের অন্যতম ভয়াবহ মানবিক ব্যর্থতা”।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাস ধরে চলা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৬,৫০৫ জন আহত হয়েছেন।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকেও মৃত বলে মনে করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন