Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম

নিউইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাস্থলে নিউ জার্সি ও নিউইয়র্কের জরুরি সেবার কর্মীরা উপস্থিত রয়েছেন। ছবি: সেথ ওয়েনিগ/এপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীতে একটি ভ্রমণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্পেন থেকে আসা একই পরিবারের তিন শিশুসহ তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টার কিছু পর ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি আকাশে ভেঙে পড়ার আগে মধ্যবস্তু ছিন্ন হয়ে পড়ে যায় এবং সেটি উল্টে হাডসন নদীতে আছড়ে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী নৌকা ও জরুরি সেবা টিম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি পানিতে উল্টে পড়ে আছে এবং চারপাশে টহল দিচ্ছে নৌকাগুলো। নদীতে একটি ভাসমান ক্রেন দিয়ে হেলিকপ্টারটি উদ্ধারচেষ্টা চলে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক। হেলিকপ্টারটি স্কাইপোর্ট থেকে যাত্রা শুরু করেছিল এবং এটি ছিল বেল ২০৬ মডেলের।

এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ জানান, বেশিরভাগ যাত্রী উদ্ধার হওয়ার আগেই মারা যান। দু’জনকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারাও মারা যান।

এক প্রত্যক্ষদর্শী জানান, আকাশেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে—পিছনের প্রপেলার আলাদা হয়ে যায়। অপর একজন জানান, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উল্লেখ্য, হাডসনের আকাশপথে অতীতে আরও বহু দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০০৯ সালের বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ এবং ২০১৮ সালের ‘ওপেন ডোর’ হেলিকপ্টার দুর্ঘটনা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন