Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউন সুক ইয়লের অভিশংসন বহাল আদালতের রায়ে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম

ইউন সুক ইয়লের অভিশংসন বহাল আদালতের রায়ে

সিউলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়লের সমালোচকদের মধ্যে ব্যাপক উদযাপন শুরু হয়েছে, কারণ দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার এক ঐতিহাসিক রায়ে তার অভিশংসন বহাল রেখে তাকে পদচ্যুত করেছে।

আদালত একমত সিদ্ধান্তে জানিয়েছে, গত ডিসেম্বর মাসে ইউনের সামরিক আইন ঘোষণা “সংবিধান লঙ্ঘন করেছে”।

কার্যনির্বাহী প্রধান বিচারপতি মুন হিয়ং-বায়ে রায়ের সময় বলেন, “ইউন শুধু সামরিক আইন ঘোষণা করেই থেমে থাকেননি, বরং তিনি সেনাবাহিনী ও পুলিশকে মোতায়েন করে জাতীয় সংসদের সাংবিধানিক কার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করার মতো কাজও করেছেন।”

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে ইউন তার সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছেন এবং তার ক্ষমতার সীমার বাইরে গিয়ে কাজ করেছেন, যা গণতন্ত্রের ওপর একটি ‘গম্ভীর হুমকি’ হিসেবে বিবেচিত।

বিচারপতি মুন বলেন, “একজন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সার্বভৌম নাগরিকদের আস্থার উপর ইউন মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছেন।” তিনি আরও জানান, ইউনের সামরিক আইন ঘোষণার ফলে সমাজ, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

রায়ের ঘোষণায় আদালত জানায়: “সমস্ত বিচারপতির সর্বসম্মতিক্রমে আমরা নিম্নলিখিত রায় ঘোষণা করছি: আমরা প্রতিক্রিয়াশীল রাষ্ট্রপতি ইউন সুক ইয়েলকে বরখাস্ত করছি।”

উল্লেখ্য, ইউনের ওই স্বল্পমেয়াদী সামরিক আইন ঘোষণার ফলে গত ডিসেম্বরে পার্লামেন্টে সশস্ত্র সেনা মোতায়েন করা হয় এবং এতে দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের সূচনা হয়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন