Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, নিহত ৭৪৫

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৫৩ এএম

সিরিয়ায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, নিহত ৭৪৫

সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় অঞ্চলে সহিংসতা চালিয়ে আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে, জানিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা। খবর বিবিসির।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানিয়েছে, শুক্রবার ও শনিবার আলাওয়িদের লক্ষ্য করে প্রায় ৩০টি "গণহত্যার" ঘটনায় প্রায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

সহিংসতা ও পালিয়ে যাওয়া

এলাকাটিতে বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এই অঞ্চলটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি, যিনি নিজেও আলাওয়ি সম্প্রদায়ের একজন।

গত দুই দিনে সিরিয়ায় মোট ১,০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যা ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে মনে করছে SOHR।

সরকারপন্থী বাহিনীর ক্ষয়ক্ষতি

SOHR-এর রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষে সরকারের ইসলামপন্থী-নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ১২৫ জন সদস্য এবং আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছে।

এই সংঘর্ষ বৃহস্পতিবার থেকে লাতাকিয়া এবং তারতুস প্রদেশে চলছে।

সরকারের প্রতিক্রিয়া

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা-কে বলেছেন, "বিশ্বাসঘাতক হামলার" পর সরকার পরিস্থিতি পুনরায় নিয়ন্ত্রণে এনেছে।

আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক

শুক্রবার এক কর্মী বিবিসিকে জানিয়েছেন, "সহিংসতার ফলে আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে", এবং শত শত মানুষ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে পালিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক লোক লাতাকিয়ার হামেইমিমে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছে।

রয়টার্সের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন "রুশ সুরক্ষা চাই" বলে স্লোগান দিচ্ছে।

লেবাননে আশ্রয় গ্রহণ

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক পরিবার পাশের দেশ লেবাননে পালিয়ে গেছে।

জাতিসংঘের উদ্বেগ

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গিয়ার পেডারসেন এই পরিস্থিতি সম্পর্কে বলেছেন, "উপকূলীয় এলাকাগুলোতে বেসামরিক হতাহতের বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন"।

তিনি সকল পক্ষকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানান, যা "দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তনকে বাধাগ্রস্ত করতে পারে"।

আলাওয়ি সম্প্রদায় সম্পর্কে তথ্য

আলাওয়িরা শিয়া ইসলামের একটি উপশাখার অনুসারী এবং সিরিয়ার জনসংখ্যার প্রায় ১০%, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ সুন্নি মুসলিম।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন