Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ‘প্রকাশ্য সমকামী ইমাম’ মুহসিন হেন্ড্রিক্স গুলিতে নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

বিশ্বের প্রথম ‘প্রকাশ্য সমকামী ইমাম’ মুহসিন হেন্ড্রিক্স গুলিতে নিহত

বিশ্বের প্রথম প্রকাশ্য সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেন্ড্রিক্স দক্ষিণ আফ্রিকার গক্বেবেরহা শহরের কাছে গুলিতে নিহত হয়েছেন।

শনিবার এক গাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ির পথ আটকে গুলি চালায়। ঘটনাস্থলেই হেন্ড্রিক্স নিহত হন। হত্যার কারণ এখনও অজানা, তবে পুলিশ তদন্ত চালাচ্ছে।

হেন্ড্রিক্স কেপ টাউনে আল-গুরবা মসজিদ পরিচালনা করতেন, যেখানে সমকামী ও প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করেছিলেন। ১৯৯৬ সালে তিনি সমকামী হিসেবে প্রকাশ্যে আসেন এবং ২০১১ সালে নিজের মসজিদ প্রতিষ্ঠা করেন।

আন্তর্জাতিক LGBTQ+ সংগঠন ILGA হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধ বলে অভিহিত করেছে।

হেন্ড্রিক্স পূর্বেও হুমকির কথা জানিয়েছিলেন, তবে তিনি জীবন নিয়ে ভীত ছিলেন না। তার মতে, "সত্যিকারের হওয়া মৃত্যুভয়ের চেয়েও গুরুত্বপূর্ণ।" সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন