Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রস্তাব: গাজায় মার্কিন নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের পুনর্বাসন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

ট্রাম্পের প্রস্তাব: গাজায় মার্কিন নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের পুনর্বাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের উপত্যকার বাইরে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন এবং অঞ্চলটির দীর্ঘমেয়াদি মার্কিন মালিকানা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি গাজাকে নতুনভাবে গড়ে তুলতে আমেরিকান সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি।  

হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনা তুলে ধরেন। এ প্রস্তাব হামাস-ইসরাইলের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের আলোচনায় নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

ট্রাম্প গাজাকে "মধ্যপ্রাচ্যের রিভেয়ারা" বানানোর স্বপ্ন দেখলেও মিসর ও জর্ডানসহ মার্কিন মিত্ররা ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছেন। তাদের মতে, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করবে। তবে ট্রাম্পের দাবি, কয়েকটি দেশ তার পরিকল্পনায় একমত হয়েছে।  

তিনি যুক্তি দেন, "গাজায় কেউ নিরাপদ নয়, তাই ফিলিস্তিনিদের পুনর্বাসন করা উচিত।" একইসঙ্গে অঞ্চলটির ভবিষ্যৎ মার্কিন নিয়ন্ত্রণে রেখে পুনর্গঠনের পরিকল্পনার কথাও বলেন। তার ঘনিষ্ঠ সহযোগীরা জানান, পুরো প্রকল্প বাস্তবায়নে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।  

ট্রাম্পের এ বিতর্কিত পরিকল্পনা গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন