কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক হঠাৎ স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের পরিকল্পনা একমাসের জন্য স্থগিত করেছেন।
মাত্র কয়েক ঘণ্টা আগে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুই প্রতিবেশী দেশ সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক পাচার কমাতে পদক্ষেপ নেওয়ায় এই সমঝোতা হলো।
চুক্তি অনুযায়ী, কানাডা একজন ‘ফেন্টানিল জার’ নিয়োগ করবে এবং মেক্সিকো সীমান্তে ১০ হাজার সৈন্য পাঠাবে।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে কয়েক দফা ফোনালাপের পর ট্রাম্প এই সাময়িক স্থগিতাদেশ দেন।
কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদার; শুল্ক আরোপিত হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল তারা।
এদিকে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আজই (মঙ্গলবার) কার্যকর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এতে বিশ্ববাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে মত পাল্টানোর ঘটনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়াবে, কারণ ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্পষ্ট নয়।