কলম্বিয়ায় ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ না করায় শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী সামরিক বিমানকে কলম্বিয়ায় নামতে না দেওয়ায়, দেশটির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে সেটি ৫০ শতাংশে উন্নীত হবে। পাশাপাশি কলম্বিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের কর্মকর্তাদের ভিসা বাতিলের ঘোষণাও দেন তিনি।
জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন। তিনি বলেন, সম্মানজনকভাবে নাগরিকদের ফেরত পাঠানো হলে সেগুলো গ্রহণ করবেন, অন্যথায় দেবেন না। কলম্বিয়ায় প্রায় সাড়ে ছয় লাখের বেশি মানুষ গাজার উত্তরাঞ্চলে ফেরার অনুমতি পাওয়ার খবরের মতো (সাম্প্রতিক অন্য বিষয়ে) নানা জটিলতায় দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমদানি করা পণ্যের একটি হলো কলম্বিয়ান কফি, যার দাম বাড়তে পারে শুল্কের কারণে। একই সঙ্গে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও বাড়ছে। ট্রাম্প প্রশাসন সীমান্তে অবৈধ অভিবাসী আটকে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামরিক বিমানে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পেট্রো আগেই ঘোষণা দিয়েছেন, তিনি অবৈধভাবে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তল্লাশি চালাবেন না।