Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র প্রদেশের ভান্ডারা জেলায় নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ফায়ার সার্ভিস ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতেও দেখা গেছে।

এদিকে, নীতিন গড়করী বলেন, ভান্ডারায় অবস্থিত অস্ত্র কারখানায় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। এতে আটজন মারা গেছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। এটি প্রাথমিক তথ্য।

দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণে কারাখানার ছাদ ধসে পড়েছে। এতে এক ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে।

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া নাগপুর থেকে দ্রুতই উদ্ধারকারী দল পৌঁছাবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন