ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র দিলেন ইসরায়েলি সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
-678fc0ea90f07.jpg)
ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হালেভি। তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে।’