স্পেনে বন্যায় ২১৯ মৃত্যু, নিখোঁজ ৯৩, রেকর্ড ক্ষয়ক্ষতি
স্পেনে প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যায় যারা নিখোঁজ হয়েছিলেন, এখনও তাদের অনেকের লাশ পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ সভেম্বর) পর্যন্ত ২১৯ জনের লাশ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৯৩ জন । এর মধ্যে শুধু ভ্যালেন্সিয়া অঞ্চলেই ২১১ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী কাস্তিলা লা মঞ্চায় আরও সাতজন এবং দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় আরও একজন মারা গেছেন।
সরকারিভাবে ৯৩ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। এখনও ৫৪টি মরদেহ শনাক্ত করা যায়নি। সব মিলিয়ে ৩৬ হাজার ৬০৫ জনকে উদ্ধার করা হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে বন্যার মতো চরম ঝুঁকির ক্ষেত্রে বিমা পরিশোধকারী পাবলিক-প্রাইভেট প্রতিষ্ঠান স্পেনের কনসোর্টিয়াম ফর ইন্স্যুরেন্স কমপেনসেশন অনুমান করছে, ক্ষতিপূরণে অন্তত ৩.৫ বিলিয়ন ইউরো (৩.৮ বিলিয়ন ডলার) ব্যয় করতে হবে।
কনসোর্টিয়াম বন্যার ক্ষয়ক্ষতির জন্য ১ লাখ ১৬ হাজার আবেদন পেয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ দাবি গাড়ির এবং ৩১ শতাংশ বাড়ির জন্য। স্পেনের অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স কোম্পানি ধারণা করছে, এই বন্যা বিমা ক্ষতিপূরণের ক্ষেত্রে ঐতিহাসিক রেকর্ড।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এ পর্যন্ত ২৩২ কিলোমিটার সড়ক ও রেলপথ মেরামত করলেও ভ্যালেন্সিয়া ও মাদ্রিদের মধ্যে দ্রুতগামী ট্রেন লাইনটি এখনও ভাঙা অবস্থায় রয়েছে।
পরিবার, ব্যবসা ও টাউনহলের জন্য ১০.৬ বিলিয়ন ইউরো (১১.৬ বিলিয়ন ডলার) ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকার মাদ্রিদের কাছে ৩১ বিলিয়ন ইউরো (৩৩ বিলিয়ন ডলার) সহায়তা চেয়েছে।
গত দুই বছর ধরে দেশটিতে খরা চলছে। রেকর্ড তাপমাত্রার কারণে বন্যা হয়েছে।
প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ এই বন্যা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৭ হাজারের বেশি সেনা, পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী উদ্ধারকাজ চালাচ্ছে।