Logo
Logo
×

আন্তর্জাতিক

পোশাক খুলে প্রতিবাদ জানানো ইরানে সেই তরুণীর মুক্তির দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

পোশাক খুলে প্রতিবাদ জানানো ইরানে সেই তরুণীর মুক্তির দাবিতে বিক্ষোভ

ইরানে কড়া পোশাকবিধির প্রতিবাদ জানাতে নিজের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে হেঁটেছিলেন এক তরুণী। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে এবং তরুণীর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘ।

আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টিও ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তারা তরুণীর মুক্তির দাবি জানিয়েছে। তাছাড়া পুলিশি হেফাজতে থাকার সময় তরুণীর ওপর যাতে অত্যাচার না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ইতোমধ্যেই তরুণীকে গ্রেপ্তারের সময়ে মারধরসহ যৌন হেনস্তার কিছু অভিযোগ উঠেছে। সেসব অভিযোগ তদন্তেরও দাবি জানিয়েছে অ্যামনেস্টি।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি মাই সাটো লিখেছেন, “ঘটনাটির দিকে আমরা নজর রেখেছি। ইরান সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, কী বিবৃতি আসে, তার দিকে নজর রাখা হচ্ছে।”

শনিবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধু অন্তর্বাস পরে হাঁটছেন এক তরুণী। ভিডিওটিতে অন্য যে নারীদের দেখা গেছে, তারা সবাই আপাদমস্তক কালো হিজাবে ঢাকা ছিলেন।

ইরানের আইন অনুযায়ী নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণী পোশাক খুলে ফেলেন বলে মনে করছেন অনেকে। 

পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও তাকে গ্রেপ্তারের পর আর হদিস মিলছে না বলও খবর ছড়াচ্ছে। 

২০২২ সালে ১৯ বছরের মাহশা আমিনির মৃত্যুতে গোটা ইরানে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। পোশাকবিধি না মানায় তাকে আটক করেছিল নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তা হেফাজতে থাকার সময় তার মৃত্যু হয়। অভিযোগ, হেফাজতে থাকার সময় অত্যাচার করে মাহশাকে মেরে ফেলা হয়েছে।

এই মৃত্যুর প্রতিবাদ-বিক্ষোভ হয় সারাদেশ। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, মাথার চুল কেটে প্রতিবাদ জানান ইরানের মেয়েরা। সেই বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরান সরকার।

ইরানে নারীদের চুল ঢেকে রাখা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন