২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, আহত ৭১
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, প্রায় ৯০ জন অজ্ঞাতপরিচয় ফিলিস্তিনির পচা মৃতদেহ ইসরায়েলি বাহিনী নিয়ে গিয়েছিল এবং কয়েক মাস ধরে ইসরায়েলে রেখেছিল। সেগুলো গাজায় ফেরত পাঠানো হয়েছে এবং একটি গণকবরে সমাহিত করা হয়েছে।
গাজা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি অবস্থা কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু তেহরানে তার ইরানি প্রতিপক্ষের সাথে দেখা করেছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৩৯ হাজার ৬২৩ জন নিহত এবং ৯১ হাজার ৪৬৯ জন আহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইস্রায়েলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি বন্দী হন। তখন ইসরায়েল গাজায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ শুরু করে।