Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলাকারীসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:৫২ এএম

ট্রাম্পের ওপর হামলাকারীসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়েছে। তিনি রক্তাক্ত হয়েছেন। ঘটনার পরপরই হামলাকারীকে হত্যা করা হয়েছে। এ সময় উপস্থিত এক ব্যক্তিও নিহত হয়েছেন। 

হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার পেনসিলভানিয়া রাজ্যে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার প্রচারণা টিম জানিয়েছে, তিনি 'ভালো আছেন।'

সাবেক প্রেসিডেন্ট তার মুখের একদিকে হাত রেখে মাথা নিচু করার আগে ছোট অস্ত্রের গুলির মতো কয়েকটি আওয়াজ হয়। যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস, যে সরকারি নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়, তাদের সদস্যরা সাথে সাথে ট্রাম্পকে ঘিরে ফেলেন।

এ সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, 'আমার জুতা নিতে দাও।' তারপর তিনি উঠে দাঁড়ান, সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে রাখেন।

সূত্র : আল-জাজিরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন