Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে চাপা পড়লো ১৫৪ শিক্ষার্থী

Icon

ইউএনবি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১১:৫৯ এএম

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে চাপা পড়লো ১৫৪ শিক্ষার্থী

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে শুক্রবার সকালের ক্লাস চলাকালে একটি দ্বিতল স্কুলের ভবন ধসে পড়লে ২২ শিক্ষার্থী নিহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শতাধিক ব্যক্তির সন্ধানে উদ্ধারকারীরা উদ্ধারকাজে নেমেছেন।

প্লাটো রাজ্যের বুসা বুজি সম্প্রদায়ের সেইন্টস একাডেমি স্কুলটিতে ক্লাস করতে আসার কিছুক্ষণ পরেই ভবন শিক্ষার্থীদের উপর ভেঙে পড়ে। এইসব শিক্ষার্থীর বেশিরভাগেরই বয়স ১৫ বছর বা তার কম।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে মোট ১৫৪ জন শিক্ষার্থী আটকা পড়েছে। তবে প্লাটো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো পরে জানান, তাদের মধ্যে ১৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ২২ জন শিক্ষার্থী মারা গেছে।

রাজ্য সরকার এই দুর্ঘটনার জন্য ভবটির ‘দুর্বল কাঠামো ও নদীর তীরের কাছে অবস্থানকে’ দায়ী করেছে। একই ধরনের সমস্যার সম্মুখীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন