বাসিন্দাদের গাজা শহর ছাড়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
আউটলুক ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম
বাসিন্দাদের গাজা শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সকালে লিফলেট ফেলে ওই নির্দেশ দেয় তারা। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার সকালে আইডিএফ লিফলেট ফেলে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হবে বলে সতর্ক করেছে। লিফলেট নির্দেশ দেওয়া হয়, গাজা শহরের বেসামরিক নাগরিকরা যেন অন্যত্র চলে যায়। এক্ষেত্রে মধ্য গাজার দেইর আল বালাহ শরণার্থী শিবিরকে প্রাধান্য দেওয়া যেতে পারে।
নির্দেশনাতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকরা যেন উপকূলীয় কোনো সড়ক বা সালাহ উদ্দিন সড়ক ব্যবহার করে অন্যত্র যায়। এই সড়কগুলো নিরাপদ থাকবে।
এর আগেও বিভিন্ন শহর খালি করার জন্য আইডিএফ এভাবে লিফলেট ফেলে নির্দেশ দিয়েছিল। আর সম্প্রতি আইডিএফ গাজা শহরের বেশ কয়েকটি এলাকায় সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। কারণ সেনারা এর পশ্চিম এবং দক্ষিণ পার্শ্ববর্তী এলাকাগুলোর পাশাপাশি পূর্ব শেজাইয়া পাড়ায় অভিযান চালাচ্ছে।