Logo
Logo
×

খেলা

প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

১৯৮০ সালে প্রথমবারের মতো বাংলাদেশের পুরুষ ফুটবল দল এশিয়ান কাপ খেলেছিল। তবে নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। আফঈদা-ঋতুপর্ণাদের হাত ধরে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। 

আজ বুধবার (০২ জুলাই) র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল রাতে গ্রুপ ‘সি’-এর বাহরাইন আর তুর্কমেনিস্তান ম্যাচের কী ফল হয়। এই দুই দলের লড়াই ২-২ এ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ।  

আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও আর কোনো সমীকরণ থাকবে না। মিয়ানমার বাহরাইনকে হারালেও বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে। কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলাদেশই গ্রুপের শীর্ষে থাকবে। তাই আর কোনো বাধা নেই এশিয়ান কাপে খেলার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন