Logo
Logo
×

খেলা

তাইজুলের লড়াইয়ের পরও ২৪৭ রানে থামল বাংলাদেশের ইনিংস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:৫১ এএম

তাইজুলের লড়াইয়ের পরও ২৪৭ রানে থামল বাংলাদেশের ইনিংস

দ্বিতীয় দিনের সকালের লড়াইয়ে হাল ধরে রেখেছিলেন তাইজুল ইসলাম। তবে একার লড়াইয়ে দলকে আড়াইশ রানের গণ্ডি পার করাতে পারলেন না এই বাঁহাতি স্পিনার। ইনিংসের শেষ উইকেট হিসেবে আউট হন তিনি, যখন বাংলাদেশ সংগ্রহ ২৪৭।

তাইজুল ৬০ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংসে ৫টি চার মারেন। শেষ তিন উইকেটে তাঁর নেতৃত্বে আসে ৫০ রান। তবে শেষ পর্যন্ত সোনাল দিনুশার হালকা লেন্থের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে।

পুরো ইনিংস জুড়ে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। সাত ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। এর বাইরে মুশফিকুর রহিম ৩৫, লিটন কুমার দাস ৩৪, মেহেদী হাসান মিরাজ ৩১ এবং তাইজুল ইসলাম ৩৩ রান করেছেন।

প্রথম দিনের ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম দিনের শুরুতে ক্রিজে ছিলেন। তবে দিনের শুরুতেই এলবিডব্লিউ হয়ে ইবাদত ফিরে যান ৮ রান করে।

এরপর নাহিদ রানাকে সঙ্গে নিয়ে তাইজুল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নাহিদও যোগ করতে পারেননি কোনো রান। তাইজুলের সাথে মিডল-অর্ডার ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৭ রানে।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন অভিষিক্ত সোনাল দিনুশা ও আসিথা ফার্নান্দো, দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। ভিশ্ব ফার্নান্দো নিয়েছেন ২টি, আর রাত্নায়াকে, ধানাঞ্জয়া নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ রান

 (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, তাইজুল ৩৩; সোনাল ৩/২২, আসিথা ৩/৫১, ভিশ্ব ২/৩৫)

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন