-6848334992eee.jpg)
এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে সামিত সোমের। কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার শুরুর একাদশে থাকলেও জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও বেঞ্চে বসেই কাটাতে হয়েছে জামালকে।
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
কোচ হাভিয়ের কাবরেরা বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এনেছেন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে শমিত শোম ও সোহেল রানার জায়গায় খেলছেন মোহাম্মদ হৃদয়। ভুটানের বিপক্ষে অভিষেক হওয়া তাজ উদ্দিনের জায়গা হয়নি সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে।
বাংলাদেশ একাদশ (৪–২–৩–১): মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, শমিত শোম, হামজা চৌধুরী, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন।
সিঙ্গাপুর একাদশ: ইজওয়ান মাহবুব, আমিরুল আদলি, জর্ডান এমাভিউয়ে, রায়হান স্টুয়ার্ট, সাফুয়ান বাহারুদিন, শাহ শাহিরান, হারিস হারুন, হামি শিয়াহিন, সং উই ইয়ং, হ্যারিস স্টুয়ার্ট, ইখসান ফান্দি।
এদিকে ভুটান ম্যাচের মতো আজও গেট ভেঙে ঢুকেছে দর্শক। ধৈর্যের সীমা হারিয়ে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট ভাঙেন দর্শকেরা। দুপুর ২টার দিকে গেট খোলার কথা থাকলেও আধঘণ্টা দেরিতে। বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের বেশ কিছু সমর্থকদের ওপর লাঠিচার্জও করা হয়।
জাতীয় স্টেডিয়ামে গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার ৩০০। ক্লাব হাউজ, ভিআইপি ও নানা ক্যাটাগরি মিলিয়ে আরও হাজার চারেকের ওপর আসন রয়েছে। বাফুফে জনসাধারণের জন্য এই টিকিট উন্মুক্ত ও বিক্রি হয়েছিল বলে তথ্য দিয়েছিল।
তবে বিশ হাজারের অধিক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ফুটবলের প্রকৃত সমর্থক ও ফুটবলের স্টেকহোল্ডারদের অনেকেই টিকিট পাননি। আসলেই কি সাধারণ ফুটবলপ্রেমী এই টিকিট পেয়েছেন কিনা এ নিয়ে ঘোরতর সংশয় রয়েছে।