Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

জাতীয় স্টেডিয়াম যেন সাদা সমুদ্র

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম

জাতীয় স্টেডিয়াম যেন সাদা সমুদ্র

এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে উন্মাদনা সৃষ্টি হয়েছে অনেক আগে থেকেই। তাই তো ঈদের ছুটিতেও দূর দুরান্ত থেকে এসেছেন দর্শক।  বিশ হাজারের অধিক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ফুটবলের প্রকৃত সমর্থক ও ফুটবলের স্টেকহোল্ডারদের অনেকেই টিকিট পাননি। 

চোখ যেদিকে যায় সেখানেই দেখা মেলে সাদা জার্সির। অনুমিতভাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও ছেয়ে গেছে সাদা সমুদ্রে। অনেকে আবার সকাল থেকে এসেই দাঁড়িয়েছেন লাইনে। সবার প্রত্যাশা একই-বাংলাদেশের জয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা অ্যাডভোকেট মোশারফ হোসেন বলেন, ফিরোজ কামাল একাডেমি থেকে আমরা ১৬-১৭ জন ফুটবলার নিয়ে খেলা দেখতে এসেছি। 

সিহাব হাসান নিয়ন নামেক এক যুবক বলেন, আমার চাওয়া বাংলাদেশ যেন জিতে। যত গোলেই হোক সেটা কোনো সমস্যা নেই। ১-০ গোলে হলেও আমি সন্তুষ্ট থাকব। তবে জেতাটা গুরুত্বপূর্ণ।

জাতীয় স্টেডিয়ামে গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার ৩০০। বাফুফে জনসাধারণের জন্য এই টিকিট উন্মুক্ত ও বিক্রি হয়েছিল বলে তথ্য দিয়েছিল। আসলেই কি সাধারণ ফুটবলপ্রেমী এই টিকিট পেয়েছেন কিনা এ নিয়ে ঘোরতর সংশয় রয়েছে।

ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ জন

এশিয়ান কাপ বাছাইয়ে চূড়ান্ত দল ২৩ জনের। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও ক্যাম্প করছিলেন। আজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে ২৬ জনের দল থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি। 

কোচ হ্যাভিয়ের জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ঈসা ফয়সালকে ২৩ জনের স্কোয়াডে রাখেননি। ভুটানের বিপক্ষে ম্যাচে তিনি ১৭ জন খেলোয়াড় খেলিয়েছেন। এর মধ্যে ছিলেন না ঈসা। ২৩ জনের মধ্যে ঈসার না থাকাটা খানিকটা বিস্ময়করই। তিনি বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ ও তাজ উদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত।

ঈসার পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড মো. ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচিত জনি। শেষ পর্যন্ত তিনি সিঙ্গাপুর ম্যাচে কোচের চূড়ান্ত তালিকায় ঠাই পাননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন