হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার রকেট গতির শটে ভুটানের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারী দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন হামজা। কর্নার থেকে বক্সের ভেতর বল ভাসিয়ে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া। দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে সে বল মাথা ছোঁয়ান হামজা। তার নিখুঁত সেই হেডে শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ।
এই গোলের পর প্রথমার্ধে এগিয়ে যাওয়ার আরও ভালো কিছু সুযোগ পেয়েছিল। গোলের কাছাকাছি গিয়েছিলেন জামাল-ফাহামেদুলরা। তবে তারা ফিনিশিং টাচ দিতে পারেননি। যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
তবে বাংলাদেশ প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুরন্ত শুরু পায়। এবার ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে রকেট গতির এক শটে জাল কাঁপান সোহেল রানা। শেষ পর্যন্ত এই দুই গোলই জয়ের জন্য যথেষ্ট ছিল।
এদিকে ফাহামেদুল ইসলাম গোল না পেলেও জাতীয় দলের হয়ে অভিষেকে নজর কেড়েছেন। ৩০ এবং ৩১ মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন তিনি।
বাংলাদেশ আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে একই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে।