Logo
Logo
×

খেলা

ক্রিকেট ছাড়া বোর্ডে সব কিছুই হচ্ছে : তামিম

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:৫৬ পিএম

ক্রিকেট ছাড়া বোর্ডে সব কিছুই হচ্ছে : তামিম

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বিসিবির সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের পর সংস্থাটির সভাপতির পদ শূন্য হয়ে গেছে। সেই পদে বসতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দেশে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এসবের মধ্যেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া সবই আছে!

জানা গেছে, ব্যবসায়িক কাজে পাকিস্তানে আছেন তামিম। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন তিনি। 

এক প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানে তিনি। সেখানে ব্যবসায়িক কাজ ছাড়া ইনডোর ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। 

আজ শুক্রবার (৩০ মে) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ।’

তামিম হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কে সভাপতি হবে, এগুলোতে আমার বলাতে, না বলাতে কোনও কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করবো, যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট তার চার্মটা হারাচ্ছে।’

লম্বা সময় ধরেই ভুগছে বাংলাদেশের ক্রিকেট। মাঠের পারফরম্যান্স তলানীতে। সম্প্রতি আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছে দল। এমন অবস্থায় তামিমের আকুতি, ‘এই জিনিসটা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে আমরা ভুগছি। কারণ আমরা কোনো সময় এটা মেনে নেই না। ভুগছেন মানে কী শুধু জাতীয় দল ভালো খেলছে না, তা না। পুরো ক্রিকেটীয় দিক থেকে, প্রতিটা জায়গায় আমরা ভুগছি। এ জিনিসটাকে মেনে নিয়ে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ভালোর দিকে আগাতে হবে- এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি, ক্রিকেটটা দেখছি না।’

তামিমের পরামর্শ, ‘আমার পরামর্শ হচ্ছে আপনার শুরুতে মেনে নিতে হবে আমরা ভুগছি। এরপর কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবেন। কে প্রেসিডেন্ট হবে, কাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেট উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন