Logo
Logo
×

খেলা

বিসিবির সভাপতির পদ থেকে ফারুককে অপসারণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৩৫ পিএম

বিসিবির সভাপতির পদ থেকে ফারুককে অপসারণ

বিসিবির সভাপতি ফারুক আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করায় আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরচালক পদ থেকে তাঁর মনোনয়ন বাতিল করে। যে উপায়ে ফারুক সভাপতি হয়েছিলেন, একই সূত্রে তিনি সভাপতির পদ হারালেন। গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর ফারুক এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন। 

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তাঁর মনোনয়ন বাতিলে এনএসসি এই বিষয়টিই সামনে এনেছে। যেহেতু তিনি পরিচালক পদ হারিয়েছেন, কোনোভাবেই আর বিসিবির সভাপতি হিসেবে চালিয়ে যাওয়ার সুযোগ নেই ফারুকের।

গত পরশু বিসিবির আট পরিচালক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। ১০ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে শুধুমাত্র আকরাম খান (ফারুকের নিকটাত্মীয়) সেই চিঠিতে স্বাক্ষর করেননি। যাঁর সঙ্গে একসঙ্গে এনএসসি কোটায় বিসিবির পরিচালক হয়ে এসেছিলেন, সেই নাজমুল আবেদীন ফাহিমও এখন প্রকাশ্যে ফারুকের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

ফারুকের অপসারণের পর সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হ্ওয়ার পথে খুব বেশি বাধা রইল না। বুলবুলকে ফারুকের বিকল্প হিসেবে সভাপতি করার কথা শোনা যাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন