Logo
Logo
×

খেলা

'ক্রিকেটারদের পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে সরকার'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৬:০৭ পিএম

'ক্রিকেটারদের পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে সরকার'

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে ভারত-পাকিস্তান সংঘাত পরবর্তী নিরাপত্তা শঙ্কায় ওই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পাঠাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এ জন্য সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের পক্ষ থেকে সরকারের দিকে ঠেলে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে তারা সবুজ সংকেত পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরে যেতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। সরকারের পক্ষ থেকে তারা সবুজ সংকেত পেয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বলে জানা গেছে। তারা শা করছে, দ্রুতই চিঠি পাবে। কারণ সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তারা আমাদের পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেবে। 

বিসিবি আরও জানিয়েছে, তারা দলের সদস্যদের সঙ্গে কথা বললেন তারা পাকিস্তান সফরে যেতে চান কিনা। তারা কাউকে সফরের জন্য জোর করবে না 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন