Logo
Logo
×

খেলা

আগস্টে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৬:৪৬ পিএম

আগস্টে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

পুরোনো ছবি।

দুই ফরমেটে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরের কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ভারত-পাকিস্তান উত্তেজনা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই। ফলে বাংলাদেশের সঙ্গে আসন্ন এই সিরিজ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতের ক্রিকেট বোর্ড সূত্রের বরাতে টাইম অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত ক্রিকেট দলের এই সফরটি পূর্বনির্ধারিত সূচির অংশ। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের বাংলাদেশ সফরে না যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগস্টের সফরে বাংলাদেশ ও ভারতের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। গত ১৫ এপ্রিল এই সিরিজের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যদিয়ে এবারই প্রথম বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন