Logo
Logo
×

খেলা

অবসরের ঘোষণা দিলেন সাকিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

অবসরের ঘোষণা দিলেন সাকিব

সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকা আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে। দুই ম্যাচের সিরিজ শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ কানপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাকিব।

সাকিব আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি।

জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৪ হাজার ৬০০ রান করেছেন সাকিব। আর দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন। টি-২০ খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৫৫১ রান এবং উইকেট নিয়েছেন ১৪৯।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন