Logo
Logo
×

খেলা

ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ

Icon

ইউএনবি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ

প্রায় দুই যুগ আগে অভিষেক টেস্ট থেকে শুরু করে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের খাতা এখনও ফাঁকা। প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিবেশী দেশটির সঙ্গে ১৩ বারের দেখায় ১১ বারই হারের তেতো স্বাদ নিতে হয়েছে টাইগারদের; বাকি দুটি ম্যাচ বৃষ্টির সৌজন্যে হয়েছে ড্র। আসন্ন সিরিজেও স্পষ্টই এগিয়ে থাকবে ভারত।

তবে অতীত যাই হোক, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট বাংলাদেশের ভালো পারফরম্যান্স ভারত সিরিজ থেকে প্রাপ্তির খাতায় কিছুটা হলেও দাগ কাটার আশা জাগিয়েছে।

পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসে ভরপুর দলটি ভারতের বিপক্ষেও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সম্প্রতি ঝরেছে এমন আশা। তবে ভারত সফরে বাংলাদেশের তেমন কোনো আশা দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা চাট্টিখানি কথা নয়। সেজন্য বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারতীয় দল সম্পূর্ণ আলাদা। ভারত দেশে এবং বিদেশে, দুই জায়গাতেই ভালো খেলছে। এছাড়া ভারতের ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। সে কারণেই আমার মনে হয় না যে বাংলাদেশ এখানে জিততে পারবে।’

ভারতই সিরিজ জিতবে বলে মনে করেন বিসিসিআইয়ের সাবেক প্রধান। তবে বাংলাদেশ যে স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না, সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।

‘কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এই সিরিজটি খেলতে আসছে তারা।’

এসময় বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার বিষয়েও কথা বলেছেন সৌরভ। তার কথায়, ‘আমি দেশটিতে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানকে নিয়ে যখনই ভাবি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউননুস খানরা। কিন্তু তেমন প্রতিভা বর্তমান পাকিস্তান দলে নেই।’

সৌরভ বলেন, ‘প্রত্যেক প্রজন্মেই ভালো ক্রিকেটার থাকা দরকার। তবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে পারফরম্যান্স দেখলাম, তা থেকেই বোঝা যায় যে দেশটি থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে না।’

পাকিস্তানের খেলার জগতের মানুষদের এ অবস্থার দিকে নজর দিতে হবে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক।

প্রসঙ্গত, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন