Logo
Logo
×

খেলা

শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন স্পেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:২২ এএম

শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন স্পেন

পারলেন না হ্যারি কেইন। পারলো না ইংল্যান্ড। তাদের কাঁদিয়ে ইউরো কাপে চ্যাম্পিয়ন হলো স্পেন।

খেলা দেখে মনে হচ্ছিল, ইউরোর ফাইনালটাও অতিরিক্ত সময়েই গড়াবে। কিন্তু শেষ মুহূর্তে ওয়ারজাবল স্পেনকে আরও একবার লিড এনে দিলে ম্যাচে আর ফিরতে পারেনি ইংল্যান্ড। 

শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের চ্যাম্পিয়ন হলো স্পেন।

ফাইনালের প্রথমার্ধের খেলা পুরোটাই বলতে গেলে ছিল গতিহীন। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। দ্বিতীয় মিনিটেই স্পেন গোল পেয়ে যায়। লিড এনে দেন নিকো উইলিয়ামস। ইয়ামালের পাস থেকে দারুণ গোল করেন এই উইঙ্গার।  ম্যাচের ৭৩তম মিনিটে গোল করে সমতায় ফেরে ইংল্যান্ড। মাইনুর বদলি হিসেবে নামা কোল পালমারের দুর্দান্ত এক গোল সমতায় ফেরায় ইংল্যান্ডকে।

স্পেন মরিয়া হয়ে আক্রমণে যায়। তাতে সফলও হয়। ম্যাচের ৮৬ মিনিটে কুকুরেলার পাস থেকে পা ছুঁয়ে দিয়ে গোল করেন মিকেল ওয়ারজাবল। সেই গোল আর শোধ দিতে পারেনি হ্যারি কেইনের দল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন