Logo
Logo
×

খেলা

টাইগারদের সুপার এইট শুরু হলো হার দিয়ে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১২:১১ পিএম

টাইগারদের সুপার এইট শুরু হলো হার দিয়ে

বাংলাদেশের সুপার এইটের শুরুটা ভালো হলো না। শুরুতে বৃষ্টির বাধা, পরে ২৮ রানে হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪০ রান তোলে শান্তর দল। অস্ট্রেলিয়া রান তাড়া করতে নামার আগেই শুরু বৃষ্টি। পরে খেলা শুরু হলেও ছিল আরও দুবার বৃষ্টির বাধা। শেষবার বৃষ্টির সময় ১১. ২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১০০। ডিএলএস পদ্ধতিতে তখন ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এই ব্যবধানেই ম্যাচটি জিতেছে মিচেল মার্শের দল।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেট একটু ধীর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন