Logo
Logo
×

রাজনীতি

শিক্ষার্থীদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কিছু নেতা: বিন ইয়ামিন মোল্লা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

শিক্ষার্থীদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কিছু নেতা: বিন ইয়ামিন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেছেন, শিক্ষার্থীদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কিছু ছাত্র সংগঠনের নেতারা। এটা শিক্ষার্থীদের জন্য একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। এই বিষয়টা এড্রেস করা দরকার।

আজ মঙ্গলবার সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, ‘কথা ছিল ১০০ মিটারের ভেতরে কেউ কারও সঙ্গে কথা বলতে পারেব না, কিছু দিতে পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকে ফুল প্যানেলের প্রচারণা করছে, বিশেষ করে ছাত্রদল। তাদের জন্য যদি বৈধ করা হয় তাহলে অন্যরাও করতে পারতো।’

নির্বাচন কমিশন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন