আসন্ন নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে। আমি এক বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি।
আজ সোমবার লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবিলা করে জনগণের আন্দোলনকে সফল করেছে।
তারেক রহমান জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণই তাদের পছন্দমতো নেতৃত্ব বেছে নেবে। আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকি, তাহলে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে, যা দেশ ও জনগণের জন্য কাঙ্ক্ষিত নয়।
প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি প্রায় আড়াই বছর আগে ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে তাদের ভিশন তুলে ধরেছে।