ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে গুজব ছড়াচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

পতিত ফ্যাসিস্ট শক্তি বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে নানা গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক গুজব চারদিকে। গুজবে কান দেব না। কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য আছে। সেই ঐক্য নিয়ে আমরা সবকিছু জয় করব ইনশাআল্লাহ।
মির্জা ফখরুল বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল, দায়িত্ব বেশি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা পুলিশসহ সবাইকে আহ্বান জানাই অতীতে যা খারাপ কাজ করেছেন… এখন দয়া করে ভালো হয়ে যান, সিদা হয়ে যান, জনগণের সঙ্গে থাকেন। তাহলে আপনাদের সবাই ভালোবাসবে।