কল্যাণ পার্টি থেকে ইবরাহিম বাদ, চিঠিতে ইসিকে জানাল কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
-68b6cdb584b57.jpg)
কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান পদ থেকে বাদ দিয়ে নতুন কমিটির তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জানানো হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নতুন নেতৃত্ব।
ইসি সচিবের কাছে লেখা চিঠিতে উল্লেখ করা হয়, নতুন কমিটিতে দলটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ।
২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গড়া দলটি ২০০৮ সালে হাতঘড়ি প্রতীকে ইসির নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট বেঁধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
প্রথম দফায় গত ২২ নভেম্বর ইসিকে নতুন কমিটির বিষয়ে জানানো হয়। কোনো অগ্রগতি না হওয়ায় নতুন করে চিঠি দিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি সচিবকে অনুরোধ করেছেন নতুন কমিটির নেতারা।
মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও নতুন কমিটি গঠনের সব তথ্য জমা দেওয়ার কথা উল্লেখ করে চিঠিতে। এতে বলা হয়েছে, বাংলাদেশ কল্যাণ পার্টির (নিবন্ধন নং-০৩১) দাপ্তরিক ঠিকানা পরিবর্তিত হয়েছে। আগে চেয়ারম্যানের কার্যালয় ছিল বাড়ি নং-৩২৫, লেইন নং-২২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১৬ এবং মহানগর কার্যালয়, ৮৫ নয়াপল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০।