Logo
Logo
×

রাজনীতি

বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, আওয়ামী লীগের নয়: হাফিজ উদ্দিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম

বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, আওয়ামী লীগের নয়: হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের লোভ ছিল না। যে কারণে ভারতের আনুকূল্যে আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পেরেছে। ১৯৭২ সালে যে সংবিধান রচনা করা হয়েছে, সেটা মুক্তিযুদ্ধের ফসল। সেখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল। কিন্তু এটিকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যে সংবিধান এখনো বিদ্যমান, প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে এটিকে সংশোধন করেছে বলেও মন্তব্য করে হাফিজ উদ্দিন বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে যেকোনো দল যেকোনো সময় সংবিধান সংশোধন করতে পারে। বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। আমাদের কাছেও পাঠিয়েছে। সেখানে আমরা অবাক বিস্ময়ে দেখলাম, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে যেই সনদটি গৃহীত হবে, সেটি নাকি সংবিধানের ওপরে স্থান পাবে। এমনটা কখনো হতে পারে না।

হাফিজ উদ্দিন আরও বলেন, সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও এটি হয়ে এসেছে। আগামীতেও এমনটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে সংবিধানের সংশোধন হতে পারে না।

এ সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে ধরে হাফিজ উদ্দিন বলেন, নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবেন, বাংলাদেশের সংবিধান কেমন হবে। যারা সদ্য সাবালক, জীবনে মুক্তিযুদ্ধ দেখেনি, গল্পও শোনেনি কখনো, আজকের বাংলাদেশ দেখলে মনে হয় না এখানে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। এ কারণে তারা বলে সংবিধান ছুড়ে ফেলতে হবে এবং জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন