সাভারে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহকারী প্রক্টর ও বহিস্কৃত সহকারী অধ্যাপক মাহমুদ রহমান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্ৰেপ্তার করে সাভার থানা-পুলিশ।
২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও নানা ধরনের অভিযোগ রয়েছে।
জানা যায়, মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকার সময়ে ছাত্রলীগের হল শাখার সদস্য থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হন। সে সময়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের টেন্ডার বাণিজ্যসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাভার ডেইরি ফার্ম, যুব উন্নয়ন কেন্দ্র, বিএলআরআইসহ সাভারে বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন কাজে টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে।
ছাত্রলীগের পরিচয়ে যোগ্য প্রার্থীদের হটিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ছিল তার সবচেয়ে বড় চমক। সহকারী অধ্যাপক থেকে একপর্যায়ে হয়ে যান সহকারী প্রক্টর। জনি কিশোরগঞ্জ সদর উপজেলার হালুয়া গ্ৰামের বাসিন্দা।