Logo
Logo
×

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঔপনিবেশিক আইন রহিত করার আহ্বান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঔপনিবেশিক আইন রহিত করার আহ্বান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঔপনিবেশিক আইন রহিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গতকাল শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।

ভিডিও বার্তায় আবিদুল ইসলাম বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, প্রিয় বন্ধগণ, আজ ২০২৫ সাল। এই ২০২৫ সালে এসেও আপনারা অবাক হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি আইন বিদ্যমান আছে, যেটা ডাইনোসর যুগের আইন বলা যায়, সেটা হচ্ছে একজন বৈধ মেয়ে শিক্ষার্থী, তার সকল প্রকার প্রমাণাদি থাকার সত্ত্বেও সে যেই হলে বসবাস করে, ইচ্ছা করলে সে অন্য একটি হলের বান্ধবীর কাছে অবাধে যাতায়াত করতে পারে না। তার মন চাইলেও সে অন্য এক হলে গিয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে পারে না। এই যে এক হলের মেয়ে অন্য হলে যাতায়াত করতে পারে না, সকল প্রকার বৈধতা থাকার পরও, সেটা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি সঙ্গে এটা বর্তমান যুগে এসে যায় না।

তিনি আরও বলেন,  সে জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মুহূর্ত থেকে এই ধরনের ডাইনোসর যুগের যে আইনটা আছে, সে আইনটা আপনারা স্থগিত করুন। 

ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, কোনো মেয়ে যেকোনো মুহূর্তে ইচ্ছা করলে বৈধ আইডি কার্ড শো করে তার বান্ধবীর কাছে সেই হলে অবাধে যাতায়াত করতে পারবে। সেটা নিয়ে যাতে কোনো প্রকার বাধা বিপত্তি না থাকে। সেটাকে লক্ষ্য রেখেই আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, এটার ব্যাপারে আপনারা জরুরি ব্যবস্থা গ্রহণ করুন। ডাকসুর আমেজে মেতে উঠুক ঢাকা বিশ্ববিদ্যালয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন