Logo
Logo
×

রাজনীতি

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক হয়েছেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে। রাকিব ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাকিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূূত্রে জানা গেছে, রাকিব বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারির জামানতের টাকা নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন