শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে সরকার: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এই সরকার। এনজিওয়ালারা দেশ চালাবেন; এমন কোন রেকর্ড নেই। যারা ১ হাজার টাকা হালালভাবে উপার্জন করতে পারেনি। তারা এখন ৫০ কোটি টাকা ডিল করে। শেখ হাসিনার পর সবচেয়ে নিম্নমানের সরকার ক্ষমতায় এসেছে। তারা একটা বছর নষ্ট করেছে। নতুন সরকার আসামাত্র তারা বর্ডার পাড় হবেন।
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনতা পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, এনজিও এবং চট্টগ্রামের লোক দিয়ে ড. ইউনুস সরকার করেছে। আমি এই সরকারকে সমর্থন করি না। বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমি ভাবিনি শেখ হাসিনার পর এমন একটা সরকার আসবে। তারা দেশের গুরুত্বপূর্ণ একটি বছর নষ্ট করেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আসিফ নজরুল অর্ধশিক্ষিত, এদের হাতে সংস্কার দেওয়া উচিত না। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এ সরকার হলো অপদার্থ, শেখ হাসিনাকে দেশে আনা খুবই জরুরি।
সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার মিলন বলেন, আমরা রাষ্ট্রে রাজনৈতিক নয় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। আর কয়টা গণঅভ্যুত্থান হলে দেশ ভালোভাবে চলবে? আমরা স্বৈরাচারের বিচার চাই। স্বৈরাচার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।