
জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘তরুণদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে। বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সব সময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে।’
বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারে, দেশে আরেকটি ১/১১ আসবে।’
গণ-অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক শতাংশ ছাড়ও দেওয়া হবে না। আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা এও বলেছি, পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশকে যেতে হবে।
তিনি আরও বলেন, যে পরিবর্তনের প্রতিশ্রুতি এই সরকার শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, এই সরকার যেতে পারবে না। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এবারের ভোট তারুণ্যের পক্ষে দেওয়ার আহ্বান করেছেন।