মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রাজধানীর বনানীতে আজ মঙ্গলবার মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের দিকে কেউ তাকাননি। তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি।
মির্জা ফখরুল আরও বলেন, যাঁরা গুম হয়েছেন, তাঁদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ রয়েছে।
নিখোঁজ সদস্যদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।