উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে কল্যাণধর্মী রাষ্ট্র বানাতে ব্যর্থ: হাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মেজর (অব.) হাফিজ বলেন, বর্তমান সরকারের প্রধান ড. ইউনূস একজন দেশবরেণ্য ব্যক্তি। বিদেশে তার অনেক সুনাম আছে। আমাদের দলসহ সব রাজনৈতিক দলই তাকে সমর্থন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকে আমরা যে প্রত্যাশা করেছিলাম— তিনি ও উপদেষ্টা পরিষদ তা পূরণে ব্যর্থ হয়েছেন।
হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, যারা জুলাই মাসে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের দেখতে যাওয়ার সময় পর্যন্ত উপদেষ্টাদের নেই।
সংস্কার প্রস্তাব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নানা ধরনের আতেলরা মনের মাধুরী মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটি হলো পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি। অথচ মানুষ প্রার্থীর চেহারা দেখতে চায়, একজন ব্যক্তির গুণাগুণ বিচার করে, অতীত কর্মকাণ্ড দেখে শুনে সাধারণ মানুষ ভোট দিতে চায়। কোনো কুচক্রী মহলের কথায় আমরা কান দেব না।’
হাফিজ উদ্দিন আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এই উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের গোপন অভিপ্রায়—এই সরকার যেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে। কিন্তু দেশের অর্থনীতি ক্রমেই নিচের দিকে যাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো উপায় নেই। জনগণ যাদের ভোট দেবে, আমরা তাদের মেনে নেব।