Logo
Logo
×

রাজনীতি

সংস্কার শেষে আগামী বছরের প্রথম দিকে অবশ্যই নির্বাচন হবে: জামায়াত আমির

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম

সংস্কার শেষে আগামী বছরের প্রথম দিকে অবশ্যই নির্বাচন হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচন বিলম্ব চাই না। তবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য এবং কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন চাই।

তিনি বলেন, দেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে হলে সংস্কার প্রয়োজন। সংস্কার শেষে আগামী বছরের প্রথম দিকে অবশ্যই সংসদ নির্বাচন হবে। এর আগে প্রশাসনকে নিরপেক্ষ ও সমতল নির্বাচনী মাঠ তৈরি করতে হবে। এর পর সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

আজ বুধবার (২৩ জুলাই) বিকালে সিলেটের বিয়ানীবাজারের দাসগ্রামের ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উপজেলা জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় এদেশের আপামর জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। আমরা তাদের দুর্ভোগে রাখতে পারি না। সে জন্য আমরা চাই, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা যেন দ্রুত করা হয়।

তিনি বলেন, অভ্যুত্থানে যেসব নারী-পুরুষ, ছাত্র, তরুণ তরুণী অংশ নিয়েছেন সবাই মাস্টারমাইন্ড ছিলেন। জুলাই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড ছিলেন না। আমরা কাউকে আন্ডার মাইন্ড করতে চাই না।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মোহাম্মদ সেলিম উদ্দিন, মো. ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান, মো. জয়নাল উদ্দিন প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন