নির্বাচন দেরিতে হোক আমরা সেটা চাই না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক আমরা সেটা চাই না। তবে সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বিগত দিনের মতো যেনতেন কোন নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না।
বুধবার বিক‡লে সিলেটের বিয়ানী বাজার উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমড কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত দিনের মতো যেনতেন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না। আমরা আর কাউকে আখের গোছাতে দেবো না। জনগণের সম্পদে কাউকে হাত দিতে দেওয়া হবে না।
জামায়াত আমির বলেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর ভালবাসা চাই, সহযোগিতা চাই। তাদের পাশে চাই।
তিনি বলেন, আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। দক্ষ মানবশক্তি তৈরি করব।
তিনি বলেন, ‘জনগণকে ঠকিয়ে কোন রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে চৌদ্দগুষ্টিসহ পালাতে হয়।’
জামায়াতপ্রধান বলেন, অনেক নির্যাতন-নিপীড়নের পরও আমরা ৫ আগস্টের পরবর্তী সময়ে ঐক্যের ডাক দিয়েছিলাম। কারণ আমরা দেশে স্থিতিশীলতা চাই। ‘আমরা ভিন্ন ধর্মের লোকদের নিরাপত্তা দিয়েছি, এখনো দিচ্ছি। অথচ বিগত সরকারের সময়ে ভিন্নধর্মের লোকজন সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে,’ বলেন তিনি।
তিনি বলেন, গত ৫২ বছরেও জনগণের দিকে কেউ ভালো করে ফিরে থাকায়নি। নিজেদের আখের গোছানো, আর দলের শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন তারা। আগামীতে সেইদিন যাতে না আসে—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।